প্রশিক্ষণ

হার্বস ওয়ার্ল্ড লিমিটেড’ জেলা ভিত্তিক মাশরুম চাষ, বীজ উৎপাদন, মাদার উৎপাদন ও পিওর কালচার উৎপাদনের উপর ধারাবাহিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। মাশরুম চাষ প্রশিক্ষণ গ্রহণ করে যারা মাশরুম উৎপাদন করবেন তাদের উৎপাদিত মাশরুম বাজারজাতকরণের বিভিন্ন উপায় এর উপরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উৎপাদিত মাশরুম কাঁচা অবস্থায় বিক্রয়ের পর উদ্বৃত্ত মাশরুম মানসম্পন্ন উপায়ে শুকানো হলে তা আমাদের নিকট বিক্রয়ের পাশাপাশি আমাদের উৎপাদিত মাশরুমজাত পণ্য বিপণন করেও চাষীরা লাভবান হতে পারছেন।

মাশরুম চাষ ও বিপণন প্রশিক্ষণ কেন নিবেন ও প্রশিক্ষণের শর্তাবলী নিম্নরূপঃ

মাশরুম আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি গুণের কারণে এর উৎপাদন ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট মাশরুমের জাত নির্বাচন, জাত সংগ্রহ, উৎপাদন, ব্যবহার ও বিপণনে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। হার্বস ওয়ার্ল্ড লিমিটেড বাংলাদেশে মাশরুম ফাউন্ডেশন ও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘ নয় বছর যাবত মাশরুম শিল্পের যাবতীয় কর্মকাণ্ড যেমন- মাশরুম চাষ প্রশিক্ষণ, মাশরুম পিওর কালচার, মাশরুম মাদার কালচার, বাণিজ্যিক বীজ উৎপাদন, মাশরুম চাষ ও উৎপাদিত মাশরুম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নানাবিধ মাশরুম সমৃদ্ধ পণ্য উৎপাদন ও বিপণন করে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আমাদের প্রতিষ্ঠান বি.এস.টি.আই কর্তৃক মাশরুমের বি.ডি.এস সনদপ্রাপ্ত সেই সাথে বি.এস.টি.আই এর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন (এম.এস.সি) বোর্ড কর্তৃক ISO 9001:2015 সনদপ্রাপ্ত।

উদ্দেশ্যঃ

কেন মাশরুম চাষ করবেন?

প্রশিক্ষণের নিয়মাবলীঃ

Close My Cart
Close Wishlist
Recently Viewed Close
Close

Close
Navigation
Categories